আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। এদিন সারা দেশজুড়ে মহিলাদের ওপর হওয়া নির্যাতন নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আরজি কর হাসপাতালে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ছাত্র-যুবদের উদ্দেশে সামাজিক দায়িত্ব পালনের বার্তা দেন তিনি।
আরও পড়ুন-বাংলায় ইতিহাস হয়ে গিয়েছে বন্ধ, বিজেপি-আরএসএসের গুন্ডামির বিরুদ্ধে গর্জন
আজ, বুধবার ছাত্র যুবর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেয়ো রোডে সমাবেশ রয়েছে। এই উপলক্ষে আজ এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, ”আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেইসঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত অমানুষিক ঘটনার শিকার হয়েছেন, তাঁদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের দুঃখ জ্ঞাপন করি।”
আরও পড়ুন-অন্ধ্রে ডাক্তার নির্যাতন, হাসপাতালে চিকিৎসকের মাথা ঠুকে দিল রোগী
এরপর তিনি সমাজের প্রতি ছাত্রদের ভূমিকা মনে করিয়ে লেখেন, ”ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতিকে জাগ্রত রাখার মধ্যে দিয়ে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকলকে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে তাঁদের সকলের প্রতি আমার আবেদন, এই প্রচেষ্টায় উদ্বুদ্ধ হন, ব্রতী থাকুন। আমার ছাত্র-ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।”
আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাঁকে আমরা কয়েক দিন আগে আর জি কর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।
আর জি করে আমাদের সেই যে বোনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তাঁর পরিবারের প্রতি আন্তরিকতম সমবেদনা জানিয়ে এবং…
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2024