বর্ষার সময় ভারী বৃষ্টি আর অন্যান্য রাজ্য ও দেশ থেকে ছাড়া জলে বানভাসি উত্তরবঙ্গ। সেই কারণে বর্ষার আগেই বিপর্যয় রুখতে প্রশাসনকে প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে বর্ষার আগে বিপর্যয় রুখতে প্রশাসনকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তবে উত্তরবঙ্গের পাশাপাশি সারারাজ্যেই বর্ষার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। এর বিরুদ্ধেও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- সস্তা জনপ্রিয়তা কেন? ভর্ৎসনা করেও অধ্যাপককে জামিন সুপ্রিম কোর্টের
ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির তৈরি হয়। সেই নিয়েও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রকে কাঠগড়ায় তুলে বন্যা মোকাবিলায় বাংলার বঞ্চনার অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ভূটানের বাঁধ থেকে জল ছাড়লে বাংলা ডোবে। বন্যা মোকাবিলায় কেন্দ্র টাকা দেয় না।” উত্তরবঙ্গে একাধিক জেলায় দিন কয়েক ধরেই ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দুর্যোগের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এই পরিস্থিতিতে প্রশাসন আরও সজাগ রয়েছে। দুর্যোগ রুখতে জেলাশাসক, পুলিশ সুপারদের টিম তৈরির নির্দেশ দিয়েছেন। বন্যার আগে কাজ শেষ করার বিষয়েও জোর দেন মুখ্যমন্ত্রী।
আত্রেয়ীর বাঁধ নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, বাঁধ ভাঙার জন্য তদন্ত কমিটি গঠন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেন বাঁধ ভাঙল, তা নিয়ে ডিএম এর কাছেও জবান চান মুখ্যমন্ত্রী।