স্বাধীনতা দিবস: রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন, IPS অফিসারদের সম্মাননা প্রদান মুখ্যমন্ত্রীর

Must read

৭৯ তম স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য উদযাপনের রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। এদিন বৃষ্টি ভেজা সকালে নেতাজি মূর্তিতে মাল্যদানের পর কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুর আগে রাজ্যের আইপিএস অফিসারদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ মুখ্যমন্ত্রীর, গণতন্ত্র রক্ষার বার্তা অভিষেকের

শুক্রবার এই অনুষ্ঠানে প্রথমে নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মমতা বন্দোপাধ্যায় (CM Mamata banerjee)। এরপর গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এদিন ছয় পুলিশ অফিসারকে পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। এ বছর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পেলেন আইজি (মালদা রেঞ্জ) দীপ নারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ ও দেবস্মিতা দাস। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পেলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোঁরেন। এরপর একে একে কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ পরিবেশিত হয়।

Latest article