যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে মুখ্যমন্ত্রীর তৈরী তদন্ত কমিটি

যুবভারতী স্টেডিয়ামে (YuvaBharati stadium) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় শনিবার তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

যুবভারতী স্টেডিয়ামে (YuvaBharati stadium) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় শনিবার তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। এদিন ক্রীড়াঙ্গনের ভিতরে ভিডিয়োগ্রাফি করেন তদন্ত কমিটির সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন তারা।

আরও পড়ুন-সাতসকালে জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের

তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি অসীম রায় (অবসরপ্রাপ্ত), মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্পোর্টস দফতরের সচিব। অন্যদিকে আজ রবিবার শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। বিধাননগর পুলিশ সূত্রে খবর, যুবভারতীর স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এই বিষয়ে ইমেলও করা হয়েছে।

Latest article