বঙ্গ

যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে মুখ্যমন্ত্রীর তৈরী তদন্ত কমিটি

যুবভারতী স্টেডিয়ামে (YuvaBharati stadium) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় শনিবার তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যান তদন্ত কমিটির সদস্যরা। এদিন ক্রীড়াঙ্গনের ভিতরে ভিডিয়োগ্রাফি করেন তদন্ত কমিটির সদস্যরা। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন তারা।

আরও পড়ুন-সাতসকালে জাতীয় সড়কে পর পর ধাক্কা একাধিক যাত্রিবাহী বাসের

তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি অসীম রায় (অবসরপ্রাপ্ত), মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, স্পোর্টস দফতরের সচিব। অন্যদিকে আজ রবিবার শতদ্রুকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। বিধাননগর পুলিশ সূত্রে খবর, যুবভারতীর স্টেডিয়ামের ভিতরে এবং বাইরে যেখানে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। এই বিষয়ে ইমেলও করা হয়েছে।

স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীমকুমার রায় জানান, তদন্ত শুরু হয়ে গিয়েছে। আমরা গতকাল রাতেও আলোচনায় বসেছিলাম। রুটম্যাপ ঠিক করা হয়েছে। এখন এখানকার কী পরিস্থিতি সেটা দেখতে এসেছিলাম। কিন্তু এখনই পর্যবেক্ষণ দেওয়াটা ঠিক হবে না। মেসির ‘ফ্লপ’ শোয়ের টিকিটের মূল্য ফেরত দেওয়া নিয়েও এখনই মন্তব্য করতে রাজি নন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁর কথায়, ক্ষতিপূরণ দেওয়া যায় কি না বা কীভাবে দেওয়া যায়, সবই খতিয়ে দেখছি। এখনই এই নিয়ে মতামত দেওয়া যাবে না। আমাদের সরকার বলেছে তদন্ত করতে। আমরা সেটাই করছি। ভবিষ্যতে যাতে এধরনের পরিস্থিতি না ঘটে, তার ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য। আমরা সেটা করে নিয়ে আমাদের বক্তব্য জানাব। প্রাথমিক পর্যবেক্ষণ যথাসময়ে জানানো হবে। কেন বা কীভাবে এই ঘটনা হয়েছিল, তার উত্তরও রিপোর্টে দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত বিচারপতির আরও সংযোজন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে। এই কমিটি সবদিক দেখে-শুনে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ‘প্রো-অ্যাক্টিভ’। ‘প্রো-রিঅ্যাক্টিভ’ হতে চাই না। তদন্ত ‘মিডিয়া ট্রায়াল’ যেন না হয়, সেই ব্যাপারেও সচেতন থাকার বার্তা দিয়েছেন তিনি। এদিন তদন্ত কমিটির সঙ্গে যুবভারতী পরিদর্শনে ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ ও ডেপুটি পুলিশ কমিশনার অনিল সরকার। তদন্ত কমিটির তরফে যুবভারতীর ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ সূত্রে খবর, যুবভারতীর ভিতরে এবং বাইরে যেখানে ভাঙচুর হয়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হবে। এদিন তদন্ত কমিটি যাওয়ার আগে যুবভারতীর পরিস্থিতি ঘুরে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

35 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

44 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago