পুজোয় সন্দেশখালিতে দুঃস্থদের জন্য নতুন বস্ত্র দিলেন মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, সন্দেশখালি : মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশে প্রত্যন্ত সুন্দরবনে পৌঁছাল পুজোর নতুন বস্ত্র। মুখ্যমন্ত্রীর পাঠানো নতুন বস্ত্র পেয়ে আপ্লুত সন্দেশখালির প্রান্তিক মানুষেরা। লাগাতার বৃষ্টির ফলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত। পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার মতো সামর্থ্য নেই অনেকেরই। বিধায়ক সুকুমার মাহাতো তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো বস্ত্র তুলে দিলেন। নতুন বস্ত্র পেয়ে হাসি ফুটল অসহায় মানুষগুলোর মুখে।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কথা দিয়েছিলেন, সন্দেশখালির দুর্গত মানুষের জন্য নতুন বস্ত্র দেবেন। সেই কথা রাখলেন তিনি। পঞ্চমীর দিন প্রায় দশ হাজার অসহায় দুঃস্থ মানুষ, যাঁরা নতুন বস্ত্র কিনতে পারেননি, তাঁদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সর্দার-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। বড়দের জন্য শাড়ি, ধুতি, পাঞ্জাবি। ছোটদের জন্য জামা-প্যান্ট, মেয়েদের জন্য বিভিন্ন নতুন বস্ত্রসামগ্রী তুলে দেন তাঁরা। পুজোর সময় প্রত্যন্ত সুন্দরবনের প্রান্তিক মানুষেরা নতুন বস্ত্র পেয়ে ধন্যবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। বলেছেন, আমরা গর্বিত যে, এইরকম একজনকে রাজ্যের প্রশাসনিক প্রধানকে পেয়ে। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সন্দেশখালি দু-নম্বর ব্লকে ধামাখালিতে এবার অতি-বৃষ্টি ও দুর্যোগে যাঁরা নতুন বস্ত্র কেনার সামর্থ্যটুকু হারিয়েছেন, তাঁদেরকে নতুন বস্ত্র দিয়ে হাসি ফোটাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু পুরুষ-মহিলারা নন, ছোটদেরও নতুন বস্ত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন- দুর্গাপুজোতে সারারাত চালু থাকবে সরকারি বাস পরিষেবা

Latest article