সম্প্রীতির বার্তা বয়ে চলেছে ভবানীপুর

Must read

শীতলা পুজোর অনুষ্ঠানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সন্ধ্যায় ভবানীপুর কাঁসারি পাড়ায় গুরুদ্বার-লাগোয়া দীর্ঘদিনের পুরোনো শীতলা মন্দিরে যান মুখ্যমন্ত্রী। নিজের এলাকার এই পুজোয় এসে পুরনো দিনের কথা মনে করেন তিনি। সেইসঙ্গে বলেন, এখানে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছি। সেখানে আমি ছোটবেলায় পড়াতাম। এখানে প্রত্যেকটা অলিগলি আমার পরিচিত। এই রাস্তার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এখানে গুরুদ্বার, মন্দির, মসজিদ— সব রয়েছে। এখানে পিজির মতো বড় হাসপাতাল আছে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, প্রত্যেক পাড়াতেই শীতলা পুজো হয়। আমাদের বাংলার সবথেকে বড় গুণ সর্বধর্ম সমন্বয়। সব জায়গার একটা লোকাল ভাষার টান আছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি বীরভূমে যেখানে জন্মগ্রহণ করেছিলাম সেখানকার ভাষা আর বাঁকুড়ার ভাষার টান অনেকটা একরকম। মেলা থেকে শুরু করে খেলা— সবই আমাদের পার্বণ উৎসবের মধ্যে পড়ে। এখানে মহিলারা দুর্গাপুজো করে, আমি আসি। এখানে আড়াই হাজার লোক দণ্ডী কাটে। আমাকে মন্দিরটি খুব আকর্ষণ করে, আমি মাঝেসাজে সুযোগ পেলেই এখানে চলে আসি। বছরে ৪-৫ বার এখানে আসি। মন্দির নিয়ে একটা দুটো আক্ষেপ ছিল সেগুলো হয়ে গেছে তাতে ওরা খুশি। পাশে একটা ক্লাবও করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সব দফতরের কাছে DA প্রাপক কর্মী, অবসরপ্রাপ্তদের তালিকা চাইল অর্থ দফতর

Latest article