রামনবমীর মিছিল হোক শান্তিপূর্ণ। সব ধর্মের কাছে শান্তি বজায় রাখার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানবিক হওয়ার বার্তা দিলেন। বললেন শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল করতে। তাঁর কথায়, আমরা চাই শান্তিপূর্ণভাবে রামনবমীর মিছিল। দয়া করে মানবিক হোন, দানবিক হবেন না।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, মিছিলের নাম করে অস্ত্রশস্ত্র নিয়ে অনেকে হিংসার পথ বেছে নেয়। দয়া করে গৈরিকীকরণ আর রক্তিমীকরণকে একসঙ্গে মিলিয়ে দেবেন না। এ প্রসঙ্গে তিনি বাম ও রামকে একযোগে নিশানা করেন। বলেন, ভোট থেকে শুরু করে সব ব্যাপারেই বাম-রাম এক। যত এসব করবে, তত শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যাবে। এরপর সাধারণের উদ্দেশে তাঁর বার্তা, সব ধর্মের কাছে আমার অনুরোধ শান্তি বজায় রাখুন। বাংলার মানুষ সংস্কৃতি ও সম্প্রীতির জন্ম দেয়। আমরা স্বামী বিবেকানন্দকে মানব। জুমলা পার্টির ধর্মকে মানব না। আমরা সব ধর্ম শ্রদ্ধার সাথে পালন করি।
আরও পড়ুন- কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ভারতীয় সেনার জবাবে খতম ৫ অনুপ্রবেশকারী
এরপরই তাঁর হুঙ্কার, আমাকে কেন বিদেশে গিয়ে প্রশ্ন করবে যে, আমি হিন্দু কি না? কত আর ভেক চলবে। আমি সাধুবাদ জানাই তাদের, যারা পজেটিভভাবে মানুষের কথা বলে। কেন ফেক ভিডিও তৈরি করছেন। গুজরাত-রাজস্থানের ছবি নিয়ে বাংলার বলে দেখিয়েছিল। এভাবেই উসকানি দেওয়া হচ্ছে। এ থেকে দূরে থাকার আর্জি জানান মুখ্যমন্ত্রী।