প্রতিবেদন : দীর্ঘদিন পর নদিয়া (Nadia) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ নভেম্বর নদিয়া যাবেন এবং ফিরবেন ১০ নভেম্বর। এই সময় রাস উৎসবে মাতেন জেলার মানুষ। সময় পেলে মুখ্যমন্ত্রীও থাকতে পারেন এই উৎসবে।
আরও পড়ুন-জয়দেব-সহ শুভেন্দুসঙ্গীরা সদলবলে এলেন তৃণমূলে, নন্দীগ্রামে বিজেপিতে ধস, সভায় উপচে পড়া ভিড়
জেলা সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন, সেইসঙ্গে জেলার নেতা-কর্মীদের নিয়ে করবেন দলীয় সভা। পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়নের কাজ কতখানি তার বিস্তারিত খোঁজখবর নেবেন। এবং বকেয়া কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেবেন। কেন্দ্র রাজ্যের বকেয়া আটকে রেখেছে। এই অবস্থায় অত্যন্ত জরুরি কাজগুলিকেই অগ্রাধিকার দিতে বলবেন মুখ্যমন্ত্রী।