প্রতিবেদন : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনদিনের জেলা সফরে নদিয়া পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত ভোট। নেত্রী কী বার্তা দেবেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
প্রশাসনিক বৈঠকে জেলার বকেয়া কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির টাকা আটকে রয়েছে। সুনির্দিষ্ট পরিকল্পনা করে খরচ বাঁচিয়ে তাই প্রয়োজনীয় কাজগুলি দ্রুত শেষ করতে বলবেন।
আরও পড়ুন-ফোর্বসে বাংলার সোমা
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণনগর পৌঁছেই জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন সাংসদ মহুয়া মৈত্র, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা সভাপতি কল্লোল খাঁ, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু-সহ জেলা নেতৃত্ব। আজ, বুধবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে কর্মিসভা। কাল, বৃহস্পতিবার রানাঘাটের হবিবপুরের ছাতিমতলার মাঠে রয়েছে প্রশাসনিক বৈঠক। নদিয়ায় শুরু হয়েছে রাস উৎসব। সময় পেলে যেতে পারেন সেখানেও।