হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

আজ, বৃহস্পতিবার মতুয়াদের পুণ্যস্নান। শুরু হবে বারুণী মেলা (Baruni Mela)। শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এই মেলা। হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে লন্ডন থেকে এক্স হ্যান্ডেলে মতুয়া সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আজ অক্সফোর্ড থেকে বিশ্বদরবারে বিকল্প দর্শনের কথা বলবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “জয় হরিবল
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ
মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারুণী, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাধু, গোঁসাই, পাগল, দলপতি, মতুয়াভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা।”

গতকাল, বুধবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে বারুণী মেলায় (Baruni Mela) গিয়েছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। প্রথমে তিনি ঠাকুরবাড়িতে বড়মা বীণাপানি দেবীর ঘরে দিয়ে সেখানে তাঁর মূর্তিতে মালা দেন। পরে হরিমন্দিরে গিয়ে ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে পুজো দেন।

Latest article