সুষ্ঠুভাবে উল্টোরথ-মহরম পালনে বৈঠক মুখ্যমন্ত্রীর

উল্টোরথ, শ্রাবণী মেলা ও মহরম— আসন্ন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : উল্টোরথ, শ্রাবণী মেলা ও মহরম— আসন্ন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বুধবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৩০ মিনিটের ওই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, দিঘায় রথযাত্রার দিনে যেমন সুশৃঙ্খল ব্যবস্থা ছিল, উল্টোরথেও সেই একই মাপের নিরাপত্তা ও ব্যবস্থাপনা রাখতে হবে। এছাড়াও একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-সিবিআই নয়, পুলিশে আস্থা পরিবারের

১. উল্টোরথ এবং মহরম পিঠোপিঠি হওয়ায় আইনশৃঙ্খলার ক্ষেত্রে যেন কোনওরকম শিথিলতা না থাকে, সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ২. প্রশাসনের শীর্ষকর্তাদের নির্দেশ দেওয়া হয়, সব এলাকায় সক্রিয় নজরদারি রাখতে হবে। এদিনের বৈঠকে শ্রাবণী মেলার প্রস্তুতি নিয়েও বিশেষ আলোচনা হয়। ১০ জুলাইয়ের পর থেকে শুরু হচ্ছে মেলা। সেই উপলক্ষে ১. পর্যাপ্ত সংখ্যায় ওয়াচ টাওয়ার তৈরি করতে হবে। ২. ভিড় নিয়ন্ত্রণে রাখতে রাস্তা খোলা রাখতে হবে। ৩. পদপিষ্ট এড়াতে নিতে হবে আগাম ব্যবস্থা। ৪. বসাতে হবে ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার— বিষয়গুলিতে জোর দিতে বলেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, দিঘায় রথযাত্রার দিনে যে মন্ত্রীরা দায়িত্বে ছিলেন, উল্টোরথ ও শ্রাবণী মেলাতেও তাঁরাই দায়িত্বে থাকবেন। রথ উৎসবকে ঘিরে ইতিমধ্যেই ভিড়ে উপচে পড়েছে দিঘার জগন্নাথ মন্দির চত্বর। বসেছে হরেক দোকান, পুতুল থেকে শুরু করে দেবদেবীর মূর্তি— নানা সামগ্রী কিনছেন ভক্তরা। এর মধ্যেই পর্যটন কেন্দ্র থেকে তীর্থক্ষেত্রে রূপান্তরিত দিঘায় রথ উপলক্ষে যে বিপুল জনসমাগম হয়েছে, তা সামলাতে প্রশাসন সফল হয়েছিল। সেই মডেলকেই এবার উল্টোরথ ও শ্রাবণী মেলায় রূপায়ণ করতে চায় সরকার।

Latest article