দেশ বাঁচাও গণমঞ্চের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

এতদিন পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে তাঁরা কথা বলেছেন, এর সঙ্গে যুক্ত হবে সময়োপযোগী আরও বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

Must read

প্রতিবেদন : দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন তিনি। বাংলার বর্তমান বিভিন্ন বিষয় নিয়ে এই মঞ্চের বক্তব্য ও ভাবনা শোনেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে থেকেই দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও মঞ্চের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে একাধিক সভা, মিছিল করা হয়েছিল। দেশে গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে নাগরিক হিসেবে সঠিক কর্তব্য পালনের ডাক দিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন-আড়িয়াদহ-কাণ্ডে গ্রেফতার জয়ন্ত

বিভিন্ন ইস্যু নিয়ে জেলা ও কলকাতায় একাধিক মিছিলও করেছেন। আজ বিকেল ৪টেয় আলিপুরের সৌজন্যে আলাপচারিতা শুরুর আগে গান ধরেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। মঞ্চের সদস্যরা একে একে তাঁদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীও কয়েকটি বিষয় উল্লেখ করে তাঁদের পরামর্শ দিয়েছেন। যেভাবে গোটা রাজ্য জুড়ে তাঁরা ঘুরে বেড়িয়ে গণতন্ত্র রক্ষার পক্ষে সওয়াল করেছেন তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। অদূর ভবিষ্যতেও যাতে তাঁরা গণতন্ত্র রক্ষার পক্ষে দাঁড়ান সে-কথাও বলেন। মঞ্চের সদস্যরাও জানিয়ে দেন, দেশে গণতন্ত্র রক্ষার পক্ষে তাঁরা অভিযান চালিয়ে যাবেন। এতদিন পর্যন্ত যে বিষয়গুলি নিয়ে তাঁরা কথা বলেছেন, এর সঙ্গে যুক্ত হবে সময়োপযোগী আরও বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

Latest article