সংবাদদাতা, বোলপুর: আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। বীরের মতো বরণ করার জন্য দলীয় কর্মীরা প্রস্তুত। প্রমাণ সাইজ তোরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে রয়েছে অনুব্রত মণ্ডলের ছবি। প্রশাসনিক বৈঠক হবে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। রাঙাবিতানকেও মুখ্যমন্ত্রীর রাত কাটানোর সম্ভাবনা মাথায় রেখে সাজানো হয়েছে। তবে এই প্রশাসনিক বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না বলে সূত্রের খবর।
আরও পড়ুন-দেউচায় ফের ৯ জমিদাতার হাতে চাকরির নিয়োগপত্র
বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, মুখ্যমন্ত্রী বেলা এগারোটার পর জেলায় ঢুকবেন। তবে তাঁর সঙ্গে অনুব্রত মণ্ডল থাকবেন কি না সেটা আদৌ স্পষ্ট নয়। তবে জামিনপ্রাপ্ত সকন্যা অনুব্রত মণ্ডলের বোলপুর ফেরার কথা আজই। সোমবার রাতেই তিহাড় থেকে ছাড়া পান অনুব্রত। রাতে ফ্লাইট না থাকলে মঙ্গলবার সকাল ছাড়া ফেরার উপায় নেই। কলকাতা থেকে বীরভূম ফিরতে চার ঘণ্টা লাগবেই। সেক্ষেত্রে প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত থাকবেন এমন কথা কেউ জোর দিয়ে বলছেন না। তবে মুখ্যমন্ত্রী স্নেহধন্য কেষ্ট মণ্ডলের সঙ্গে দেখা করার জন্যই বীরভূমে রাত্রিবাস করতে পারেন এমনটাই সূত্রের খবর।