বঙ্গ

জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে দিঘায় মুখ্যমন্ত্রী

দিঘায় (Digha) মিশবে আধ্যাত্মিকতা ও সম্প্রীতি। সকলকে আহ্বান জানিয়ে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে সোমবারই দিঘা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন, দিঘার যে রূপ আগেও দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করেছে, সেই মুকুটে নতুন পালক এই জগন্নাথ মন্দির।

আরও পড়ুন-অপহৃত সেনা উদ্ধারে তিন বৈঠকই নিষ্ফলা

বুধবার প্রাণপ্রতিষ্ঠার আগে সাতদিন ধরেই দিঘায় চলছে না না উপাচার। মুখ্যমন্ত্রী দিঘা পৌঁছে জানান, উদঘাটনের নির্দিষ্ট সময় থাকে। অক্ষয়তৃতীয়ার দিন আড়াইটে উদঘাটনের সময়। সাতদিন ধরে যজ্ঞ চলছে। কালও যজ্ঞ চলবে। পরশু সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার বিভিন্ন উপাচার। তারপরে দ্বারোদঘাটন আড়াইটে।

আরও পড়ুন-অনিয়মিত মেট্রো-পরিষেবা! হয়রানির শিকার যাত্রীরা

এই মন্দিরকে ঘিরে বাঙালির তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অনেক আশা ও স্বপ্ন। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় এত দ্রুত এই মন্দির স্থাপন ও সেখানে প্রবেশ সম্ভব হচ্ছে। তবে সমুদ্রকেই যেন এর কৃতিত্ব দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমুদ্রের মধ্যে বাংলার সবথেকে বড় শান্তির প্রতীক নামধাম প্রাপ্তি। শ্রী চৈতন্যদেবের অনেকদিন পুরীতে ছিলেন। তাঁর মুখ দিয়েই এই কথাটি বেরিয়েছিল – নয়ন পথগামী জগন্নাথ।

আরও পড়ুন-জগন্নাথধাম উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি, মন্দিরে পালন উপচার, আজ দিঘায় মুখ্যমন্ত্রী

পুরীর জগন্নাথ ধামের ঐতিহ্যের সঙ্গে আগামীর জন্য বাঙলার কৃষ্টির প্রতীক হয়ে থাকবে দিঘার এই জগন্নাথ ধাম। সেই কৃষ্টির কথা তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্যের নিদর্শন থাকবে। নতুন প্রজন্ম ও বর্তমান প্রজন্মের জন্য একটি নতুন কৃষ্টি, সংস্কৃতি, সম্প্রীতির মিলিত হওয়ার প্রতীক। একদিকে আধ্যাত্মিকতা, অন্যদিকে সম্প্রীতি।

সৈকত নগরী দিঘার মুকুটে নতুন পালক জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করে জানান, দিঘার মন্দির নিশ্চয়ই একটি আলাদা পালক যুক্ত করবে। উচ্চশিখরে তুলবে। দিঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুক। আগে কিছুই ছিল না। এখন দিঘাগেট, সৈকত সরণী, সাত কিলোমিটার ব্রিজ হয়েছে। দিঘা ইন্টারন্যাশানাল প্লেস অফ ট্যুরিজম হবে।

সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দিঘা যান মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী পুলক রায়। দিঘা পৌঁছেই মন্দির প্রাঙ্গন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বলেন পুরীর দ্বৈতপতি ও ইসকনের পুরোহিতদের সঙ্গে। তাঁরাই মুখ্যমন্ত্রীকে মন্দির পরিভ্রমণে সহযোগিতা করেন।

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

16 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago