বঙ্গ

কাল জেলায় মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদ, মালদহ ও আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা

প্রতিবেদন : সোমবার থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তরের জেলাগুলিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মালদহ ও আলিপুরদুয়ারে তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরের জন্য তিন জেলায় সাজো সাজো রব। প্রস্তুতি চলছে পুরোদমে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ জানুয়ারি সোমবার মুর্শিদাবাদ পৌঁছবেন। সেখানে প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর। লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে হবে প্রশাসনিক জনসভা।

আরও পড়ুন-ফাঁসি চাই সঞ্জয়ের জোরালো দাবি সর্বত্র, কাল দুপুরে সাজা ঘোষণা

এই সভার প্রস্তুতি সারা। এখন মুখ্যমন্ত্রীর আসার অপেক্ষা। মুখ্যমন্ত্রীর সভার আগে শুক্রবারই বহরমপুরে জেলা প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠক করেন। মুর্শিদাবাদের সভা সেরে মুখ্যমন্ত্রী যাবেন মালদহে। সেখানেও তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী যাবেন আলিপুরদুয়ারে। প্রথমে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং পরের দিন সুভাষিণী চা-বাগানের মাঠে সরকারি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানেও প্রস্তুতি চলছে। তিন জেলায় প্রশাসনিক জনসভা ও পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রীকে জেলায় স্বাগত জানাতে প্রস্তুতিও সেরে রেখেছে জেলা নেতৃত্ব। নিরাপত্তার কোনও ত্রুটি রাখা হচ্ছে না। জেলা ও পুলিশ প্রশাসন তৎপর। মুর্শিদাবাদ ও মালদহের প্রশাসনিক সভার পর আলিপুরদুয়ারে জোড়া সভা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি
—এই তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা হবে। পরের দিন সুভাষিণী চা-বাগানে হবে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। সেখানেও তিন জেলার জন্য পরিষেবা
প্রদান করবেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে কড়া টক্কর দেওয়ার পর মাদারিহাটে উপনির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করেছে তৃণমূল। সেই নিরিখে মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলা সফরের রাজনৈতিক গুরুত্বও রয়েছে। মানুষ অধীর আগ্রহে রয়েছে মুখ্যমন্ত্রীর আসার পথ চেয়ে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

22 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

30 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

55 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago