সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যাত্রা শুরু করল ছ’টি অত্যাধুনিক ভলভো বাস। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নামবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ছ’টি অত্যাধুনিক বাস। শুক্রবার বাসগুলির ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-বিদ্যেবতী সর্বত্র পূজ্যতে
দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি থেকে কলকাতা ও অন্যান্য দূরপাল্লার রুটে আরামদায়ক রাতের বাস পরিষেবার দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা। সেই চাহিদাকে সামনে রেখেই প্রায় ১১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে এই ছ’টি স্লিপার ভলভো বাস কেনা হয়েছে। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাসগুলিতে থাকছে আরামদায়ক স্লিপার বার্থ, উন্নত সাসপেনশন ও নিরাপত্তা ব্যবস্থা, যা দীর্ঘ যাত্রাকে করবে অনেকটাই স্বস্তির।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকেই ভার্চুয়ালি এই নতুন বাস পরিষেবার উদ্বোধন করবেন। প্রশাসনিক অনুষ্ঠান কোচবিহারে হলেও, পরিষেবার পরিকল্পনা ও পরিচালনার ক্ষেত্রে শিলিগুড়িকেই মূল কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। সংস্থার লক্ষ্য, এই শহরকে উত্তরবঙ্গের পরিবহণ হাবে পরিণত করা।
আরও পড়ুন-প্রচণ্ড ঠান্ডায় গৃহহীনদের মাথা গোঁজার ব্যবস্থা করুন : দিল্লি হাইকোর্ট
উদ্বোধনের সময় কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে বাসগুলি রাখা ছিল। সেখান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা হলেও, শিলিগুড়িকে ঘিরে পাহাড়, ডুয়ার্স ও উত্তরবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করবে এই স্লিপার ভলভো পরিষেবা। ফলে রাতের যাত্রায় সময় বাঁচার পাশাপাশি আরামের মাত্রাও বাড়বে বলে আশা।
পরিবহণ মহলের মতে, এই নতুন পরিষেবা চালু হলে শিলিগুড়ির গুরুত্ব আরও বাড়বে। বাণিজ্য, পর্যটন ও যাত্রী চলাচলের কেন্দ্র হিসেবে শহরের ভূমিকা আরও শক্তিশালী হবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি এবার শুধু যাতায়াতের সংযোগস্থল নয়, আধুনিক ও উন্নত গণপরিবহণের অন্যতম মুখ হয়ে উঠতে চলেছে—যার সুফল মিলবে গোটা অঞ্চলের মানুষের।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…