নিউ টাউনে গ্লোবাল এআই হাব, ক্যাম্পাসের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বুধবার বিজিবিএসের মঞ্চ থেকে নিউ টাউনের আইটিসি ইনফোটেক গ্রিন সেন্টার ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : বুধবার বিজিবিএসের মঞ্চ থেকে নিউ টাউনের আইটিসি ইনফোটেক গ্রিন সেন্টার ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১,৬০০ কোটি বিনিয়োগে তৈরি এই ক্যাম্পাসটি ১৭ তলা এবং ১৪ লক্ষ স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি। এখানেই হতে চলেছে সংস্থার গ্লোবাল এআই হাব।

আরও পড়ুন-হিসেব দিলেন বিনিয়োগের

সংস্থার চেয়ারম্যান সঞ্জীব পুরী জানান, এখানে নিমের উপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার হচ্ছে। একইসঙ্গে তিনি জানান, সংস্থার বাংলায় যেসব হোটেল রয়েছে তার সংখ্যা আগামী কয়েক বছরে দ্বিগুণ হয়ে যাবে। সব মিলিয়ে বাংলার লগ্নির মঞ্চে আর একটি সাফল্য। দ্রুতগতিতে কাজ এবং লগ্নির সুবিধা করে দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর একবার নজির তৈরি করল।

Latest article