মেয়েদের জন্য টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) একটিও রেসিডেন্সিয়াল শাখা ছিল না। এই স্কুলটির অনেকগুলো শাখা রয়েছে।

Must read

টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের (Techno India Group Public School) একটিও রেসিডেন্সিয়াল শাখা ছিল না। এই স্কুলটির অনেকগুলো শাখা রয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীনে, বিভিন্ন ধরনের স্কুল রয়েছে, কিন্তু এর মধ্যে আবাসিক স্কুল ছিল না। এবার সেই সমস্যার সমাধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই শিল্প সম্মেলনে আজ সোমবার, মেয়েদের জন্য টেকনো ইন্ডিয়া ওয়ার্ল্ড রেসিডেন্সিয়াল স্কুল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানালেন টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সত্যম রায়চৌধুরীকে। তিনি বলেন, ”এসবে ওদের ইন্টারেস্ট অনেক, তাই ওরাই পারে। আমি ওদের একটা ফ্যাশন স্কুল করার প্রস্তাব দিয়েছি। আজকাল এটার খুব চল। পাহাড়ের ছেলেমেয়েরা খুব স্মার্ট। এই পেশায় সাফল্যের মাত্রা অনেকটা বেশি। আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাই বললাম।” উল্লেখ্য, ২০২৪ সালে, ‘টেকনো ইন্ডিয়া’ ‘গুগল’ ও ‘আইবিএম’-এর সঙ্গে যৌথভাবে চালু করে ‘এআই’ এবং ‘এমএল’, ‘ডেটা সায়েন্স’, ‘ক্লাউড কম্পিউটিং’ ইত্যাদি ক্ষেত্রে যুগান্তকারী ‘ইউজিসি’, ‘পিজি’ এবং ‘পিএইচডি প্রোগ্রাম’। ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’ এর শিক্ষার্থীরা বাংলার পক্ষ থেকে বিশ্বকে বিভিন্ন ক্ষেত্রে পথ দেখিয়েছে। সত্যম রায়চৌধুরী বলেন, বাংলার মুখ্যমন্ত্রী যেখানেই যান, নজর দেন কীভাবে বাংলার উন্নয়ন হয়।

আরও পড়ুন-মহারাষ্ট্রে মুম্বই-গোয়া হাইওয়েতে নদীতে গাড়ি, মৃ.ত ৫

প্রসঙ্গত, কিছুদিন আগেই লন্ডনে বাণিজ্য সম্মেলনের ইংলিশ প্রিমিয়র লিগে 8 বারের চ্যাম্পিয়ন ম্যান সিটি এফসি’র সঙ্গে মউ স্বাক্ষর হয় টেকনো ইন্ডিয়া গ্রুপের ৷ মউ স্বাক্ষরের পর ম্যান সিটি’র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয় ৷ ম্যান সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ যৌথভাবে কাজ করার প্রস্তাবও দেওয়া হয়। ঐতিহাসিক সেই চুক্তিতে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে। কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার তিনটি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান। আরও অনেক ক্লাব আছে ৷ আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করল।”

Latest article