শহর ও জেলায় হাজার মণ্ডপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : চক্রবেড়িয়ার পুজোতে মহিলাদের আবদারে ডান্ডিয়া নাচ। ভবানীপুর মুক্ত সংঘের পুজোতে মদন মিত্রের গান। বুধবার দুপুর থেকে দক্ষিণ কলকাতার একাধিক পুজো উদ্বোধন জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata banerjee) ঘিরে তৈরি হল এরকম নানা ভাল লাগার মুহূর্ত। সোমবার রাতের দুর্যোগের পর স্বাভাবিকভাবেই মঙ্গলবার পুজো উদ্বোধন বাতিল করেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। আজ বুধবার দুপুর থেকেই উদ্বোধনের পালা শুরু হয়। একডালিয়া, সিংহি পার্ক, বালিগঞ্জ কালচার, সমাজসেবী সংঘ, হিন্দুস্তান পার্ক, শিবমন্দির, মুদিয়ালি, বাদামতলা আষাঢ় সংঘ-সহ প্রায় চল্লিশটি পুজো উদ্বোধন করেন। কলকাতার পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে।
অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তাও দ্রুত নেমে যাবে। এরপরই কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্যারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে কলকাতা পুরসভা খুব ভাল কাজ করেছে। আজ ফের ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধনও করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হাওড়ায় উৎসবের মরশুমে মানুষের পাশে যুব তৃণমূল কর্মীরা, চালু ‘অভিষেকের দূত দুর্গাপুজো অ্যাপ’

Latest article