আসছেন মুখ্যমন্ত্রী, সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু

সোমবার সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনে।

Must read

সুমন তালুকদার সন্দেশখালি: সোমবার সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে জেলা প্রশাসনে। সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশন মাঠে এই প্রশাসনিক বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার মাঠ ও হেলিপ্যাড গ্রাউন্ড পরিদর্শনে যান বসিরহাট সাংগঠনিক জেলার অবজার্ভার তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, বসিরহাট সাংগঠনিক জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, ডিআইসিও পল্লব পাল প্রমুখ।

আরও পড়ুন-এবার বিএনপির তিরে বিদ্ধ ইউনুস

লোকসভা নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সন্দেশখালিতে তিনি আসবেন। সন্দেশখালির মানুষের সঙ্গে মিলিত হবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সোমবার বেলা ১টা নাগাদ আকাশপথে সন্দেশখালি আসবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন। বাকি কাজের খোঁজও নেবেন তিনি। মঞ্চ থেকে সন্দেশখালি ১ এবং ২ নম্বর ব্লকের মানুষদের মধ্যে বিভিন্ন প্রকল্পের ২০ হাজার উপভোক্তার হাতে সহায়তা পৌঁছে দেবেন তিনি। এই প্রশাসনিক বৈঠকের আগে নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখেন পুলিশ ও মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা আধিকারিকরা। এদিন সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠকও হয়। মন্ত্রী সুজিত বসু বলেন, এটি সরকারি অনুষ্ঠান। এখান থেকে মুখ্যমন্ত্রী সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি উন্নয়নমূলক বার্তাও দেবেন। সন্দেশখালি নিয়ে বিরোধীরা চক্রান্ত করেছিল। কিন্তু তৃণমূলের জয় আটকাতে পারেনি। সন্দেশখালির মানুষের সমস্যার কথা শুনে মুখ্যমন্ত্রী তাঁদের জন্য বহু উন্নয়নমুখী কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো অধিকাংশ কাজই সম্পন্ন হয়েছে। কিছু বাকি থাকলে তাও শীঘ্রই হয়ে যাবে বলে জানান দমকলমন্ত্রী।

Latest article