ধুলিয়ানে অনুদান, সুতিতে পরিষেবা প্রদান

Must read

প্রতিবেদন : দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু’দিনের সফরে আজ, সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। আজই তিনি প্রথমে বহরমপুর যাবেন। এদিন তাঁর কোনও কর্মসূচি নেই। মঙ্গলবার ৬ মে ঠাসা কর্মসূচি রয়েছে ওই জেলায়৷ ওইদিন ধুলিয়ানে তিনি সাম্প্রতিক অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। তাঁদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেবেন। যাঁদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের হাতে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক অনুদান তুলে দেবেন। সামশেরগঞ্জের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, সুতিতে তাঁর একটি প্রশাসনিক সভাও রয়েছে মঙ্গলবার। সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। সভা থেকে মুখ্যমন্ত্রী জেলায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন বলেই জানা গিয়েছে। সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৭০৩ কোটি টাকার প্রকল্প পরিকল্পনার উদ্বােধন ও শিলান্যাস করবেন। প্রায় ৪৭৪ কোটি টাকায় তৈরি ৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রায় ২২৯ কোটি টাকার ৭৪টি প্রকল্পের শিলান্যাস করবেন। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে বিস্তারিত তালিকা জেলা প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাঁর হাত ধরে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার যেমন উদ্বোধন হবে, তেমনই একাধিক নতুন সরকারি ভবন, হস্টেল, স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন হবে।
সম্প্রতি ওয়াকফ আইনের বিরোধিতা করে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে মুর্শিদাবাদে। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উপযুক্ত সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় শান্তি ফিরেছে জেলায়। সেইমতো, মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নির্ধারিত ছিল।

আরও পড়ুন-আপন বাংলা পোর্টাল ঘিরে লন্ডনে কৌতূহল

Latest article