প্রতিবদেন : কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই মাত্র ১৫ দিনেই তৈরি হয়ে গেল দুধিয়া-মিরিকের নদীর উপর বিকল্প সেতু। রবিবার হল ট্রায়াল রান। সফল ট্রায়াল রানের পরই আগামী কাল সোমবার খুলে যাচ্ছে মিরিক এবং শিলিগুড়িগামী দুধিয়া ব্রিজের অস্থায়ী সেতুটি। প্রসঙ্গত, শনিবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় রাতভর কাজ চালিয়েছেন পূর্ত দফতরের আধিকারিকেরা। সমস্ত বাধা কাটিয়ে রবিবার দুপুরের মধ্যেই রাস্তার কাজ শেষ করতে বলা হয়েছিল প্রশাসনের তরফে।
আরও পড়ুন-এই না হলে ডাবল ইঞ্জিন! পুলিশ পিটিয়ে রাতেই জামিন
রবিবার রাতের দিকে একতরফা গাড়ি চালিয়ে মহড়া নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। সোমবার থেকেই স্বাভাবিকভাবে যান-চলাচল শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি-হওয়া বালাসন নদীর উপর দুধিয়া ব্রিজের অস্থায়ী সেতুর ওপর। তবে এখনই পণ্যবাহী গাড়ি যাতায়াতের ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। জানা যায় ৪ অক্টোবর রাতভর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুধিয়া সংলগ্ন বালাসন সেতুর তিন নম্বর পিলারটি, তার ফলে ব্যাহত হয়েছিল মিরিক-দার্জিলিং এবং শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ত দফতরের তরফে ৬ অক্টোবর লোহার সেতু নতুনভাবে হিউম পাইপ দিয়ে বিকল্প পথ তৈরি করা হয়। ১৫ দিনের মধ্যেই অস্থায়ী সেতু তৈরি করে ফেলে পূর্ত দফতর। দ্রুতগতিতে এই কাজ সম্পন্ন করা খুব একটা সহজ ছিল না। খারাপ আবাহাওয়া, নদীর জলস্রোত সবই উপেক্ষা করে কাজ চলে। দুরন্ত গতিতে কাজ করে জেসিবি ও ক্রেনের সাহায্যে ৬০টি হিউম পাইপ দিয়ে দ্রুতগতিতে রাস্তা তৈরি করা হয়।

