কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে চাকরি

কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে মৃত সাংবাদিক সুমিতেশ ঘোষের স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী

Must read

সংবাদদাতা, কোচবিহার : কথা দিয়ে কথা রাখার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে মৃত সাংবাদিক সুমিতেশ ঘোষের স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রয়াত সাংবাদিকের স্ত্রী শিপ্রা ঘোষের নিয়োগপত্র দেওয়া হয়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের এক মাসের মধ্যেই বাঁধ ও সেতু নির্মাণ জেলা প্রশাসনের

এদিন একটি বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সুমিতেশ ঘোষের স্ত্রীর নিয়োগপত্র শিলিগুড়ির প্রেস ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তীর হাতে দেন বিশ্ব মজুমদার। প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারের রবীন্দ্রভবনে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রয়াত সাংবাদিকের পরিবারের আর্থিক অবস্থা শুনে মুখ্যমন্ত্রী জানান, তিনি তাঁর ব্যক্তিগত কোটায় সুমিতেশ ঘোষের স্ত্রীকে সরকারি চাকরি দেবেন।

Latest article