‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) 'শতবর্ষে ইস্টবেঙ্গল' শীর্ষক তথ্যচিত্রটি উদ্বোধন করলেন।

Must read

বৃহস্পতিবার রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রটি উদ্বোধন করলেন। এরপরেই মঞ্চ থেকে তিনি বলেন, “বাংলার সব ক্লাব এখন আইএসএল খেলছে। মোহনবাগান তো দারুণ টিম বানিয়েছে। ইস্টবেঙ্গলের যখন খারাপ অবস্থা ছিল, তখন লোহিয়া-আগরওয়ালরা এগিয়ে এসেছেন। ভাল খেলতে গেলে ভাল টিম দরকার। আমি গাড়িতে আসতে আসতে এই কথাটা কর্তাদের জিজ্ঞেসও করলাম।”

আরও পড়ুন-বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা

এদিন ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ নিয়ে ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ নামের এই তথ্যচিত্রও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায় । এছাড়াও ছিলেন সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী জানান, ”এমন তথ্যচিত্র স্মৃতিকে ধরে রাখে। ডাউন মেমোরি লেন দিয়ে সবাইকেই যেতে হয়। এই তথ্যচিত্রও সেই মাত্রাই এনে দেবে।” ৫৮ মিনিটের এই তথ্যচিত্রটিতে কিংবদন্তি খেলোয়াড় চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়-সহ ইস্টবেঙ্গল ক্লাবের ১২৪ বছরের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটির নির্দেশক গৌতম ঘোষ এবং প্রযোজক সঞ্জীব আচার্য। ইস্টবেঙ্গল ক্লাবের শুরুর সময় থেকে কোভিড এর সময় পর্যন্ত সমস্ত সাফল্যের কথাও আছে এই ছবিতে। এই তথ্যচিত্র দুরন্ত লড়াইয়ের গল্প, দেশভাগের যন্ত্রনা ও সংগ্রামের কাহিনী তুলে ধরেছে। ১ ঘণ্টা ২৭ মিনিটের এই তথ্যচিত্র। আজ অনুষ্ঠানে গৌতম ঘোষকে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। জনসাধারণের জন্য নন্দনে ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেখানো হবে এই সিনেমাটি।

প্রসঙ্গত, চলতি মরশুমে কোনও টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সিনিয়র দল সাফল্য পায়নি। আইএসএল-এর পয়েন্ট তালিকায় শেষ করেছে ৯ নম্বরে। কেরালার কাছে হেরে সুপার কাপ থেকেও বেরিয়ে গিয়েছে। কিন্তু সমর্থকদের উৎসাহ দিয়েছে মহিলা দল। ইন্ডিয়ান উইমেন লিগ (IWL) চ্যাম্পিয়ন হয়ে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তাঁরা। এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা দল। সৌম্যা-এলশাদাইরা প্রথমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতে এদিন চ্যাম্পিয়ন দলকে উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তুলে দিলেন ট্রফি ও দলের জন্য উপহার হিসেবে দিলেন ৫০ লক্ষ টাকা।

Latest article