গঙ্গাসাগর সেতুর শিলান্যাস ৯৬ প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

Must read

নকিবউদ্দিন গাজি, সাগর: মুড়িগঙ্গা নদীর উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Gangasagar_Mamata Banerjee)। চার লেনের ৪.৭৫ কিলোমিটার লম্বা অত্যাধুনিক সেতু তৈরিতে পূর্ত দফতর— যেটাতে খরচ হবে ১৬৭০ কোটি টাকা। এই সেতু কাকদ্বীপ ও গঙ্গাসাগরের কচুবেড়িয়াকে জুড়বে। সোমবার শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা শুধু মুখে বলি না, কাজ করি। এই গঙ্গাসাগর সেতু কাকদ্বীপের আট নম্বর লট থেকে কচুবেড়িয়াকে যুক্ত করবে। নয়া সেতুর ফলে সাগরদ্বীপে ব্যবসার সুবিধা হবে, কর্মসংস্থান বাড়বে, জিনিসপত্রের দাম কমে যাবে। স্থানীয় কৃষিজাত পণ্য কম খরচে আনা যাবে। পর্যটন উন্নত হবে। দ্রুত ত্রাণ পৌঁছানো যাবে। সেতুর শিলান্যাস ছাড়াও স্থানীয় ৯৬টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও উদ্বোধন হল ‘সাগরকন্যা’র। ১০০ শয্যাবিশিষ্ট একটি ডরমেটরির উদ্বোধন হল। ৩৯৪ কোটি ৯৩ লক্ষ টাকা খরচে মোট ৯৬টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ২ লাখ ২৬ হাজার মানুষ পরিষেবা পাবেন। আরও ২০টি ট্যুরিজম কটেজ তৈরি হল সাগরে। মুখ্যমন্ত্রী (Gangasagar_Mamata Banerjee) নাম দেন ‘গঙ্গান্ন’। তিনি বলেন, আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল খুব খারাপ। কিন্তু ২০১১ সালের পর থেকে এই গঙ্গাসাগরের জন্য প্রচুর উন্নয়ন করা হয়েছে। প্রতি বছর আমার মন্ত্রীরা এই মেলার দেখভাল করেন। এদিন মঞ্চ থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও ছিল। সবুজসাথীর সাইকেল, লক্ষ্মীর ভাণ্ডারের অনুমোদন পত্র, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর প্রকল্পের অনুমোদন পত্র দেওয়া হয়েছে। এদিন দু-বছরের মধ্যে কাজ শেষ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ হবে বলে জানান তিনি।

আরও পড়ুন-কাল অভিষেকের সভা অভ্যর্থনায় তৈরি বীরভূম

Latest article