সুপ্রিম নির্দেশে চাকরিহারা ২০১৬-র এসএসসি-র গোটা প্যানেল। শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মীরা। কিছুটা স্বস্তি নিয়ে শিক্ষকদের সময়সীমা বেঁধে কাজে ফিরতে বললেও, অন্ধকারে গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা। শনিবার, তাঁদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। জানালেন, শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীদের জন্যেও সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে রাজ্য। আর যতদিন না পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন ভাতা পাবেন গ্রুপ সি-গ্রুপ ডি কর্মীরা।
আরও পড়ুন- ধান্দাবাজ সিপিএমের দ্বিচারিতা, SLST প্রার্থীদের নিয়ে বিকাশদের মুখোশ খুলে দিল তৃণমূল
শিক্ষাকর্মীরা ভাতা পাবেন
গ্রুপ সি মাসিক ২৫ হাজার টাকা
গ্রুপ ডি মাসিক ২০ হাজার টাকা
২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর নিয়োগ হয়েছিল। সেই নিয়োগ নিয়ে মামলায় গোটা প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে কয়েক হাজার শিক্ষাকর্মীরও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষাকর্মীদের জন্যেও সুপ্রিম কোর্টে ‘রিভিউ পিটিশন’ করবে রাজ্য সরকার। সেই আইনি প্রক্রিয়া চলা পর্যন্ত রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেবে। তাঁদের জন্যই ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।