চা চাষের সঙ্গে আপোস নয়, শ্রমিকদের কথা মাথায় রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

চা চাষের সঙ্গে কোনও রকম আপোস করা হবে না। মঙ্গলবার নবান্ন থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চা বাগানের মালিক এবং শ্রমিকদের কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, আগামী তিন বছরের জন্য ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হল। এতে চা বাগানের মালিকরা যাতে শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারেন। যদি তাঁরা ঠিকভাবে চালাতে পারেন, কর্মীদের বেতন-প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে।

আরও পড়ুন- শিখবিরোধী দাঙ্গায় যাবজ্জীবন, ৪১ বছর পর সাজা পেলন সজ্জন

চা বাগানের জমি আইনে বদল ঘটানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা অভিযোগ,”ভুতুড়ে রাজনৈতিক দল চা বাগান নিয়ে কিছু না বুঝে গুজব ছড়াচ্ছে।” তিনি স্পষ্ট জানান, “চা বাগানের জমি আইনে কোনও বদল হচ্ছে না। কোনও চা বাগানে যদি উদ্বৃত্ত জমি থাকে তবে সেই জমিতেই বাণিজ্যিক কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে ৩০ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।”

তাঁর কথায়, “যেখানে চা চাষ হয় না সেটার ৩০ শতাংশ টি ট্যুরিজমের জন্য ব্যবহার করা হবে, যেখানে চা চাষ হয় সেখানে কোনও জমি নেওয়া হবে না।”

Latest article