চা চাষের সঙ্গে কোনও রকম আপোস করা হবে না। মঙ্গলবার নবান্ন থেকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চা বাগানের মালিক এবং শ্রমিকদের কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, আগামী তিন বছরের জন্য ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হল। এতে চা বাগানের মালিকরা যাতে শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারেন। যদি তাঁরা ঠিকভাবে চালাতে পারেন, কর্মীদের বেতন-প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে।
আরও পড়ুন- শিখবিরোধী দাঙ্গায় যাবজ্জীবন, ৪১ বছর পর সাজা পেলন সজ্জন
চা বাগানের জমি আইনে বদল ঘটানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা অভিযোগ,”ভুতুড়ে রাজনৈতিক দল চা বাগান নিয়ে কিছু না বুঝে গুজব ছড়াচ্ছে।” তিনি স্পষ্ট জানান, “চা বাগানের জমি আইনে কোনও বদল হচ্ছে না। কোনও চা বাগানে যদি উদ্বৃত্ত জমি থাকে তবে সেই জমিতেই বাণিজ্যিক কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে ৩০ একর জমি কাউকে দেওয়া হচ্ছে না বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।”
তাঁর কথায়, “যেখানে চা চাষ হয় না সেটার ৩০ শতাংশ টি ট্যুরিজমের জন্য ব্যবহার করা হবে, যেখানে চা চাষ হয় সেখানে কোনও জমি নেওয়া হবে না।”
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…