সোমবার মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সেই নির্বাচনকেই এবার পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই সংগঠনকে মজবুত করতে উত্তর–পূর্বের রাজ্যে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Must read

বছর ঘুরলেই মেঘালয়ে (Meghalaya) বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকেই এবার পাখির চোখ করছে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই সংগঠনকে মজবুত করতে উত্তর–পূর্বের রাজ্যে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, সোমবার এখানে আসার জন্য রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের নয়া রাজ্য সভাপতি পীযুষকান্তি বিশ্বাস

তিনদিনের সফরে মেঘালয় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ ডিসেম্বর মেঘালয়ের উদ্দেশ্যে যাবেন তিনি। সেদিন তিনি শিলং এই থাকবেন। ১৩ তারিখ সেখানে কর্মিসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মেঘালয়ের সমস্ত নেতা–কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। শিলংয়ের স্টেট জেনারেল লাইব্রেরিতে এই সভা হওয়ার কথা রয়েছে। এখন মেঘালয়ে তৃণমূল কংগ্রেসই প্রধান বিরোধী দল।

আরও পড়ুন-গঙ্গা ও অববাহিকায় ভূগর্ভস্থ জল কমছে আশঙ্কাজনকভাবে

বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মেঘালয়ের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১৪ ডিসেম্বর কলকাতাতে ফিরে আসার কথা। তবে বিধানসভা নির্বাচনের আগে মমতার এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন রাজনৈতিক ব্যক্তিত্তরা।  এই কর্মিসভাতে মমতা এবং অভিষেকের সঙ্গে থাকবেন মানস ভুঁইয়া। থাকবেন মুকুল সাংমাও|

Latest article