বাংলা দিবস হল পশ্চিমবঙ্গের (West Bengal) পালিত একটি সরকারি উৎসব। এটি প্রতি বছর ভারতীয় বঙ্গাব্দ অনুযায়ী ১ বৈশাখ তারিখে, অর্থাৎ ভারতীয় পয়লা বৈশাখ উদ্যাপনের দিনে পালিত হয়। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমি বাংলায় গান গাই…’ ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।”
‘আমি বাংলায় গান গাই…’
‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা।
আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2025
আরও পড়ুন-শুভ নববর্ষে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা
নিজের সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় প্রতুল মুখ্যোপাধ্যায়য়ের গাওয়া একটি গান উদ্ধৃত করে লেখেন,”বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ”।
এরপরেই তিনি লেখেন, ”সকল রাজ্যবাসীকে জানাই বাংলার প্রতিষ্ঠা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
নিজের সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় প্রতুল মুখ্যোপাধ্যায়য়ের গাওয়া একটি গান উদ্ধৃত করে লেখেন,”বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ”।
এরপরেই তিনি লেখেন, ”সকল রাজ্যবাসীকে জানাই বাংলার প্রতিষ্ঠা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
প্রসঙ্গত, বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০ জুন ২০২৩-এ রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “পশ্চিমবঙ্গ দিবস” হিসেবে এই দিনটিকে মান্যতা দিতে চাননি। বিজেপি ও রাজভবন দ্বারা পালিত পশ্চিমবঙ্গ দিবসের প্রতিক্রিয়া হিসেবে ২০২৩ সালের আগস্ট মাসে বিধানসভায় বাংলা দিবসের প্রস্তাব পেশ করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ২২ আগস্টে ভারতীয় বঙ্গাব্দ অনুযায়ী ১লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।