ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তরবঙ্গ (North Bengal)। বিপর্যয় মোকাবিলা (Disaster Management) থেকে উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হয়েছে। পাহাড়ের দুর্যোগপূর্ণ পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকেই উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-পহেলগাঁও হত্যাকাণ্ডের ধাক্কা সামলে ঘু্রে, দাঁড়াচ্ছে ভূস্বর্গ, খতিয়ে দেখলেন সাংসদরা
নাগরাকাটা, কার্শিয়াং, মিরিক, সুখিয়াপোখরিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ত্রাণ বিতরণ ও জনসংযোগ কর্মসূচি সেরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট থেকে সেতু সারানোর আশ্বাসও দিয়েছেন। এরপর আজ (বুধবার) দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে দুর্যোগ পরিস্থিতিতে পাহাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পুনরায় উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করে তোলা যায় তা নিয়ে আলোচনা হতে পারে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিশেষ ঘোষণা করেন কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।