সাংবিধানিক এক্তিয়ার নিয়ে নাম না করে আবারও রাজ্যপালকে তাঁর সীমারেখা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় লোকায়ুক্ত নিয়োগ সংক্রান্ত বৈঠকে এসেছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আমি মনে করি, প্রত্যেকেরই একটা সাংবিধানিক গন্ডি আছে। সেটা মেনে চলা উচিৎ। আমার যা কাজ আমি করব ওনার যা কাজ উনি করবেন।
আরও পড়ুন-হঠাৎ আগামিকালই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে তিনদিনের কর্মসূচি
প্রথমদিন থেকেই রাজ্যসরকার ও বিধানসভার কাজে প্রশ্ন তুলে আসছেন রাজ্যপাল। কখনও অকারণে রাজ্যের অফিসারদের যখন তখন রাজভবনে ডেকে পাঠাচ্ছেন। বিধানসভার বিলে ফাইলে সই না করে ফাইল আটকে রাখছেন। অযথা ঘোঁট পাকাচ্ছেন। এসব নিয়ে রাজ্যসরকার ও মুখ্যমন্ত্রী দীর্ঘ দিন ধরেই বিরক্তি প্রকাশ করে আসছেন। এদিনও তার ব্যতিক্রম হল না।
এর আগে তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করেছিলেন। এর একাধিকবার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলেছেন রাজ্যপালের আচার আচরণ বিজেপি নেতার মতো। তাতেও তিনি নিজেকে শুধরোননি। তবে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরক্তির সঙ্গে রাজ্যপালের সাংবিধানিক এক্তিয়ার নিয়ে তাঁকে বার্তা দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।