প্রতিবেদন : আজ, বুধবার চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠক সেরেই চেন্নাই উড়ে যাবেন তিনি। বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণ রক্ষা করতেই তাঁর চেন্নাই যাত্রা। রাজ্যপালের বাড়ির একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ৩ নভেম্বর বৃহস্পতিবারই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-সেতু ভাঙার লজ্জা নিবারণে নাগরিকত্বের নাটক শাহদের
কালীপুজোর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কালীঘাটের বাড়িতে যান গণেশন। দীর্ঘ সময় সেখানে কাটিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ছোট্ট একটি ঘরে থাকেন দেখে বিস্মিত হয়েছিলেন রাজ্যপাল। সেখানেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেন চেন্নাইয়ে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এর বাইরেও কয়েকজন দক্ষিণী নেতার সঙ্গে তাঁর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্টই।