পাহাড়ের নব নির্বাচিত দলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দার্জিলিংয়ে গিয়েই জিটিএ (GTA) নির্বাচন নিয়ে নিজের মনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

দার্জিলিংয়ে গিয়েই জিটিএ (GTA) নির্বাচন নিয়ে নিজের মনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই চাইছে জিটিএ নির্বাচন হোক। ২-৩মাসের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-স্মৃতিকে অধিনায়ক চান শান্তা

পাহাড়ে পুরভোটের পরেই জিটিএ নির্বাচন করার বিষয়ে জোর দেন তিনি । রবিবার, শিলিগুড়ির সভাতেও পাহাড়ে গিয়ে জিটিএ নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন মমতা। পাহাড়ের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। জানান, বেশিরভাগ দলই জিটিএ নির্বাচন চাইছে। অনীত থাপা (Amit Thapa) চান জিটিএ নির্বাচন হোক। তবে, রোশন গিরির (Roshan Giri) কিছু দাবি আছে। অন্যান্য দলগুলির নির্বাচনের বিষয়ে কোনও আপত্তি নেই। ভোটের ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তাঁরা। আগামী ২-৩ মাসের মধ্য়েই জিটিএ-র ভোট শেষ হয়ে যাবে। “নির্বাচনের মাধ্যমেই পাহাড়ের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করুন, এটাই আমি চাই।“

আরও পড়ুন-সুযোগ হাতছাড়া করেই হার : ডুপ্লেসি

দার্জিলিং বাদে রাজ্যের সব জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। দার্জিলিংয়ে দ্বিস্তর পঞ্চায়েত। পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য বহুবার কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। আবার লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এখন পাহাড় পর্যটকে ঠাসা। যা দেখে খুশি মমতা। বলেন, জুন পর্যন্ত হোটেল বুকড, হোম স্টেগুলিও পর্যটক পাচ্ছেন। পুরোদমে চলছে স্কুল-কলেজ। পাহাড়ে শান্তি থাকায় তিনি যে খুশি, তা স্পষ্ট মুখ্যমন্ত্রীর এদিনের কথায়।

Latest article