সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনী পরিচালিত শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মাঠে প্রবেশ করতেই তাঁকে সম্মান জানাতে হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ করা হয় সেনার পক্ষ থেকে। এরপর দুই দলের ফুটবলারদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। তারপরই নেন ফুটবলে শট। আর সেই সঙ্গেই আনুষ্ঠানিক সূচনা হয়ে যায় ডুরান্ড কাপের।
আরও পড়ুন-শিরদাঁড়া বিক্রি করব না, ১০ পয়সা নেওয়ার প্রমাণ দিক : অভিষেক বন্দ্যোপাধ্যায়
এরপর সোশ্যাল মিডিয়ায় ডুরান্ড কাপের উদ্বোধন নিয়ে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির প্রাণের খেলা ফুটবল, এই খেলার সাথে জড়িয়ে বাঁধনহীন আবেগ ও ভালোবাসা। এশিয়ার প্রাচীনতম ও বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যশালী ডুরান্ড কাপ এবার অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। অংশগ্রহণকারী প্রতিটি দলকে আমার শুভেচ্ছা জানাই ও এই প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। এই বিশাল কর্মকাণ্ডের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজ সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩০তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি মুহূর্ত।”
উল্লেখ্য, কোভিড প্রটোকল মেনে উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং এবং এয়ারফোর্স। আইএসএল, আই লিগ এবং সেনাবাহিনীর দল মিলে মোট ১৬টি দল এবার ডুরান্ডে অংশ নিয়েছে। যুবভারতীর পাশাপাশি খেলা হবে কল্যাণী স্টেডিয়াম এবং মোহনবাগান মাঠেও।