রাজনীতি

গঙ্গাসাগরে চার লেনের ৪.৭৫ কিলোমিটার লম্বা সেতু শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার দুপুরে মুড়িগঙ্গা নদীর উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চার লেনের ৪.৭৫ কিলোমিটার লম্বা অত্যাধুনিক সেতু গড়ছে রাজ্যের পূর্ত দফতর যেটাতে খরচ হবে ১৬৭০ কোটি টাকা। এই সেতু কাকদ্বীপ ও গঙ্গাসাগরের কচুবেড়িয়াকে জুড়বে। প্রান্তিক সাগরের জীবনযাপন পাল্টে দিতে পারে এই সেতু। মুখ্যমন্ত্রী এদিন জানান, ”কাকদ্বীপের আট নম্বর লট থেকে কচুবেড়িয়াকে যুক্ত করবে গঙ্গাসাগর সেতু। নয়া সেতুর ফলে সাগরদ্বীপে ব্যবসার সুবিধা হবে, কর্মসংস্থান বাড়বে, জিনিসপত্রের দাম কমে যাবে। স্থানীয় কৃষিজাত পণ্যে কম খরচে আনা যাবে। পর্যটন উন্নত হবে। দ্রুত ত্রাণ পৌঁছানো যাবে। শুধু মুখে বলি না, কাজ করি।” সাগরদ্বীপের বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা এদিন মুখ্যমন্ত্রীর সভায় হাজির ছিলেন। সেতুর শিলান্যাস ছাড়াও স্থানীয় ৯৬টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আমেরিকায় খুন ভারতীয় তরুণী, পলাতক প্রাক্তন প্রেমিক

গঙ্গাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন হল ‘সাগরকন্যা’-র। ১০০ শয্যা বিশিষ্ট একটি ডরমেটরি উদ্বোধন করা হয়েছে। গঙ্গাসাগরে সারা বছর ধরে বহু পর্যটক আসেন তাই তাঁদের কথা মাথায় রেখেই এই সেতু বানানোর পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে PWD ও মেসার্স লারসেন অ্যান্ড ট্রুবো লিমিটেডের মধ্যে চুক্তিপত্র বিনিময় হয়ে গেল। সবমিলিয়ে এদিন ৩৯৪ কোটি ৯৩ লক্ষ টাকা খরচে মোট ৯৬টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত প্রৌঢ়া, আহত শিশু-সহ ৩

এদিন মঞ্চ থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও ছিল। সবুজসাথীর সাইকেল, লক্ষ্মীর ভান্ডারের স্যাংশন পত্র, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর প্রকল্পের স্যাংশান পত্র দেওয়া হয়েছে। সোমবার এই সেতুর শিলন্যাস হলেও দু’বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা হবে বলে জানান হয়েছে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 seconds ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

9 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

34 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago