আজ শিশু দিবসের (Children’s Day)ভোরে পাহাড়ে চেনা ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)৷ আজ বৃহস্পতিবার তিনি পথচলতি শিশুদের চকোলেট দিলেন৷ দাঁড়িয়ে কথা বললেন কয়েকজন পর্যটকদের সঙ্গে ৷
আরও পড়ুন-তুফানগঞ্জে তৃণমূল নেতাকে গুলি
প্রসঙ্গত, প্রায় দু’বছর পর সোমবার পাহাড়ে এসেছেন মুখ্যমন্ত্রী । তিনদিনের উত্তরবঙ্গ সফরে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ সফরের তৃতীয় দিন তাঁর ৷ তবে মঙ্গলবার সকালে হেঁটে দার্জিলিংয়ে জনসংযোগ করেছেন মুখ্যমন্ত্রীকে । রিচমন্ড হিল থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় পাঁচ কিলোমিটার পথ এদিন হাঁটেন তিনি। পাহাড় মুখ্যমন্ত্রীর খুব পছন্দের জায়গা, সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই । উত্তরবঙ্গ সফরে এলে পাহাড়ের পথে তিনি হেঁটে বেড়ান। পছন্দ মত গান ও কবিতা লেখেন। এর আগেও দার্জিলিং নিয়ে গান লেখেন তিনি। সেই গানের সুর দিয়েছিলেন ও গানটি গেয়েছিলেন ইন্দ্রনীল সেন। পাহাড়বাসীর সঙ্গে মোমো ও চা-ও বানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে এভাবে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বেশ খুশি পাহাড়বাসী।