প্রখ্যাত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর -এর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবি শঙ্কর (Ravi Shankar) ভারতে একটি বাঙালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। যৌবনকালে প্রথমে একজন নৃত্যশিল্পী হিসেবে তাঁর ভাই উদয় শঙ্করের নৃত্য দলের সাথে ভারত ও ইউরোপ সফরে কাটিয়েছেন। দরবারি সঙ্গীতশিল্পী আলাউদ্দিন খানের অধীনে সেতার বাজানো শেখার জন্য তিনি ১৯৩৮ সালে নাচ ছেড়ে দেন। ১৯৪৪ সালে পড়াশোনা শেষ করার পর, রবি শঙ্কর (Ravi Shankar) একজন সুরকার হিসেবে কাজ করেন। সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির সঙ্গীত তৈরি করেন তিনি এবং ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিও, নিউ দিল্লির সঙ্গীত পরিচালক ছিলেন।
১৯৫৬ সালে, রবিশঙ্কর তাঁর সেতারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বাজিয়ে ইউরোপ এবং আমেরিকা সফর শুরু করেন। ১৯৬০-এর দশকে শিক্ষাদান, পারফরম্যান্স এবং বেহালাবাদক ইহুদি মেনুহিন এবং বিটলস গিটারিস্ট জর্জ হ্যারিসনের সাথে তার সংযোগের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। হ্যারিসনের উপর তার প্রভাব ১৯৬০ এর দশকের শেষার্ধে পশ্চিমা পপ সঙ্গীতে ভারতীয় যন্ত্রের ব্যবহারকে জনপ্রিয় করতে সাহায্য করেছিল। রবিশঙ্কর সেতার এবং অর্কেস্ট্রার জন্য রচনা লিখে জনপ্রিয়তার সাথে পাশ্চাত্য সঙ্গীতের সাথেও জড়িত ছিলেন। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে বিশ্ব ভ্রমণ করেছিলেন তিনি। তিনি যেমন একজন শিল্পী তেমনই অন্যদিকে ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।