প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজনৈতিক ময়দানে বিরুদ্ধে-বিপক্ষে থাকলেও জ্যোতি বসুর (Jyoti Basu) প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

রাজনৈতিক ময়দানে বিরুদ্ধে-বিপক্ষে থাকলেও জ্যোতি বসুর (Jyoti Basu) প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে চিরকালই সৌজন্যের নজির গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানান তিনি। লেখেন, ”বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা।”

আরও পড়ুন-সিকিমে ‘জিরো পয়েন্টে’ বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

২০১০ সালে ১ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জ্যোতি বসু। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৭ জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। টানা ২৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সি সামলেছেন তিনি।

 

Latest article