মনীশ কীর্তনীয়া : সোমবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন তিনি আকাশপথে ঝারগ্রাম যাবেন। দুপুর একটায় তার হেলিকপ্টার নামবে। দুপুর দু’টোর সময় ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আরও পড়ুন-মহিলাদের ডিজিটাল শিক্ষার জন্য কেন্দ্র কী পদক্ষেপ করেছে জানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সোমবার ঝাড়গ্রামেই থাকবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ মঙ্গলবার তিনি যাবেন ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে। সেখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করতে যেতে পারেন। সব রকম প্রস্তুতি রাখা হচ্ছে প্রশাসনের তরফে। এর আগে গত বুধবার খানাকুল যাওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তিনি যেতে পারেননি। যদিও নবান্ন থেকেই বন্যাদুর্গত সমস্ত এলাকায় নজর রাখছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন।
আরও পড়ুন-অভিষেকের উপর হামলা: অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারের দাবি বিশ্রামগঞ্জের তৃণমূল নেতৃত্বের
সোমবার আদিবাসী দিবসের পাশাপাশি ভারত ছাড়ো আন্দোলন দিবসও বটে। ভারতছাড়ো আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে ও মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জানাবেন অনুষ্ঠানে। এছাড়াও তার একাধিক কর্মসূচি থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ওইদিন ঝাড়গ্রামে গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পর এটাই তার প্রথম জঙ্গলমহল সফর। তাই সেখানকার উন্নয়নের কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যালোচনা করে দেখবেন মুখ্যমন্ত্রী।