কালই খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আগামিকাল, বুধবার হুগলির খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। বুধবার, খানাকুলে যাবেন মমতা। প্লাবিত এলাকা পরিদর্শন করবেন। এলাকা পরিদর্শনের পাশাপাশি, দুর্গতদের সঙ্গেও কথা বলবেন তিনি।

আরও পড়ুন-‘স্বাস্থ্য ইঙ্গিত’, বাংলায় এবার বিনাব্যয়ে টেলিমেডিসিন প্রকল্প

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে জেলা প্রশাসনে সাজ সাজ রব। যে মাঠে হেলিপ্যাড হবে তার কাজও শুরু হয়ে গিয়েছে। জেলা তৃণমূল সভাপতি সোমবার সকাল থেকেই খানাকুলে রয়েছেন। দুর্গতদের উদ্ধারকাজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দিলীপ যাদব।

 

Latest article