বঙ্গ

মা-মাটি-মানুষের জন্য প্রার্থনা, পূর্ণাহুতি দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই দিঘার জগন্নাথধামের উদ্বোধন। দিঘায় জগন্নাথদেবের (Digha Jagannath temple) প্রাণপ্রতিষ্ঠায় আজ দিনভর চলে আচার–অনুষ্ঠান। শাস্ত্রীয় মতে শুরু হয় পুজো এবং হোমযজ্ঞ। জগন্নাথদেবের মূল মন্দিরের সামনে হোমযজ্ঞ করতে তৈরি হয় অস্থায়ী আটচালা ঘর। আজ, মঙ্গলবার থেকে সেখানে দু’বেলা পুজো এবং হোমযজ্ঞ চলছে। পুরীর মন্দির থেকে ৫৭ জন জগন্নাথদেবের সেবক এবং ইসকন থেকে ১৭ জন সাধু মহাযজ্ঞে সামিল হন‌। এখানেই পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে করলেন আরতি। এরপরেই জগন্নাথ মন্দিরে উড়ল ধ্বজা। আজ বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ শুরু হয় পূর্ণাহুতির কাজ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পুরীর জগন্নাথ মন্দিরের সেবাইত রাজেশ দ্বৈতাপতি এবং ইসকনের কর্মকর্তা রাধারমণ দাস।

আরও পড়ুন-সাইকেলে চেপে দিঘায় জগন্নাথধাম দেখতে এলেন কর্ণাটকের নাগরাজ, বার্তা দিলেন শান্তির

জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় বাঁধানো হয়েছে সমুদ্রের পার। চওড়া এবং পাকা হয়েছে অনেক রাস্তাঘাট। চন্দননগরের আলো বসেছে প্রবেশের গেটে। পর্যটকদের নিরাপত্তায় করা হয়েছে বিশেষ ব্যবস্থা। আগামীকাল, বুধবার মন্দিরের দ্বারোদঘাটন হতে চলেছে। বিকেলে পূর্ণাহুতির পরে পুরোহিতদের হাতে সরবতের গ্লাস তুলে দেন মুখ্যমন্ত্রী। মন্দিরের শীর্ষে ধ্বজা উত্তোলনের আগে মন্দির প্রাঙ্গণে মঙ্গলপুজোয় যোগ দেন তিনি। এখানে একটি তুলসীগাছ বসবে। ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দিরের দ্বারোদঘাটন এবং জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। পুরীর রাজেশ দ্বৈতাপতি পুরীর জগন্নাথ মন্দিরের বিধান অনুযায়ী সেটা করবেন। আজ পুরীর মতো এখানে সুদর্শন দেব, দেবী লক্ষ্মী, বিমলা ও সত্যভামাকে অধিষ্ঠিত করা হবে। রাধারমণ দাস এই মর্মে জানান, মূল যজ্ঞের পর সন্ধ্যায় ফুলে সাজানো বিছানায় জগন্নাথ দেবকে শয়ন দেওয়া হবে। অক্ষয় তৃতীয়ার দিন প্রথমে ভগবানকে সোনা, রুপো এবং তামার তার দিয়ে বেঁধে সেই তারকে প্রধান পুরোহিতের কোমড়ে বাঁধা হবে। তারপর ঘট স্থাপন, কুণ্ড ও অবশেষে প্রতিবিম্ব।

আরও পড়ুন-পহেলগাঁও হামলায় জড়িত হাসিম মুসা! পাকিস্তান-যোগের অকাট্য প্রমাণ সামনে আসছে

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না, হৃদয়কে ছুঁয়ে যায়। তাই আমি নিজের গোত্রে পুজো করি না, মা-মাটি-মানুষের গোত্রে পুজো করি। মা-মাটি-মানুষ ভাল থাকলেই আমি ভাল থাকব।” প্রসঙ্গত, রাজেশ দ্বৈতাপতি ছাড়াও পুজোর আচার অনুষ্ঠানের জন্য পুরী থেকে দিঘায় এসেছেন আরও ৫৭ জন সেবক। মন্দিরে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার আগে মোট এক কোটিবার নরসিংহ মন্ত্রোচ্চারণ করছেন সেবকরা। মঙ্গলবারের হোমযজ্ঞের জন্য এসেছে ১০০ কুইন্টাল আম, বেলকাঠ এবং ২ কুইন্টাল ঘি।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago