প্রতিবেদন : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সঙ্গে তাঁর পুরনো স্মৃতিচারণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাটনায় পৌঁছেই লালুর বাসভবনে যান নেত্রী। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের স্বাগত জানান লালু-পুত্র উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। দীর্ঘদিন পর ভারতীয় রাজনীতির দুই কুশীলবের দেখা হল। লালুপ্রসাদ অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
আরও পড়ুন-নিহত তৃণমূল নেতার বাড়িতে সাংসদ মৌসম
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী— তাঁর স্ত্রী রাবড়িদেবীর সঙ্গে নেত্রীর গল্প জমে ওঠে। এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি যে নামতে প্রস্তুত সে-কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন লালুপ্রসাদ। নেত্রীও বলেন, আপনাকে মাঠে নামতে হবে। পরে বাইরে অপেক্ষমাণ সংবাদমাধ্যমকে নেত্রী বলেন, লালুজি এখন সুস্থ। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি জোরকদমে থাকবেন। একইসঙ্গে সংসদের পুরনো মজার কথাও উঠে আসে তাঁর স্মৃতিচারণায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘একবার সংসদে লালুজি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বলছিলেন, আলু কা ভাও বাড় গিয়া। পিঁয়াজ কা ভাও বাড় গিয়া। তখন আমি বলেছিলাম রাবড়িজি কা ভাও কিতনা বাড়হা! লালুজি বলেন, ওহ্ পহেলে সে হি বাড়হা উহা হে।’’
আরও পড়ুন-চক্রান্ত ব্যর্থ করে জয় নিশ্চিত তৃণমূলের
এদিন লালুপ্রসাদের বাসভবনে ঢুকেই তাঁকে প্রণাম করেন অভিষেক। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াইয়ের বার্তা দিয়ে আন্নেমার্গের বাসভবন ছাড়েন নেত্রী। এরপর বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সার্কিট হাউসে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ আলাপ-আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…