হিন্দি দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিশ্বাস করেন 'বিবিধের মাঝে দেখ মিলন মহান'। রাজ্যজুড়েই বসবাসকারী অবাঙালির সংখ্যা নেহাত কম নয়

Must read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিশ্বাস করেন ‘বিবিধের মাঝে দেখ মিলন মহান’। রাজ্যজুড়েই বসবাসকারী অবাঙালির সংখ্যা নেহাত কম নয়। তাই আজ তিনি দিলেন সৌহার্দের বার্তা।

আরও পড়ুন-যাদবপুরকাণ্ডে মনোজ ভর্মাকে চিঠি মহিলা কমিশনের, স্বতপ্রণোদিত মামলা দায়ের

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ”আজ হিন্দি দিবস। এই উপলক্ষে আমি আমার সকল হিন্দিভাষী ভাই-বোনকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। প্রতিবছরই আমরা শ্রদ্ধার সঙ্গে হিন্দি দিবস পালন করি। আমরা সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল। এ প্রসঙ্গে বলি, ২০১১ সালের পরে রাজ্যের হিন্দিভাষী মানুষদের উন্নয়নে আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করেছি।

যেসব অঞ্চলে ১০%-এরও বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলেন সেখানে হিন্দিকে সরকারি ভাষা রূপে ব্যবহার করার সুবিধা দেওয়া হয়েছে। আমাদের সময়ে সাঁওতালী, কুরুখ, কুড়মালী, নেপালী, উর্দু, রাজবংশী, কামতাপুরী, ওড়িয়া, পাঞ্জাবী, তেলুগু ভাষাকেও আমরা সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি।

হিন্দি ভাষাকে শ্রদ্ধা জানিয়ে হিন্দি একাডেমী তৈরী করেছি। শিক্ষাক্ষেত্রে হাওড়াতে হয়েছে হিন্দি বিশ্ববিদ্যালয়। বানারহাট, নক্সালবাড়িতে হিন্দি-মাধ্যম ডিগ্রি কলেজ করা হয়েছে। এছাড়া, বেশ কিছু কলেজে হিন্দি পোস্ট গ্র্যাজুয়েট পাঠ্যক্রম চালু করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এখন হিন্দিতেও হচ্ছে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা হিন্দি ভাষায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারছেন। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হিন্দিভাষী মানুষজন সহ অন্যান্যদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ঐ অঞ্চলে উৎকৃষ্ট পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সকলকে আর একবার হিন্দি দিবস-এর অভিনন্দন জানাই।”

 

Latest article