পুলিশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর ২০২০ থেকেই কলকাতা এবং রাজ্য পুলিশের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Must read

করোনাকালের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, ‘ছোট-খাটো ভুল’ হলেও পুলিশের ‘আত্মত্যাগ’ মনে রাখার মত। এরপরেই পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম দিন ‘পুলিশ দিবস’ পালন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, “পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। যাঁরা শুধু নিন্দা করেন, কথায় কথায় বাংলা পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাঁদের বলি, নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লিতে কী হচ্ছে, তার সঙ্গে তুলনা করলে এ রাজ্যের পুলিশ সেরা। আর কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে।”

আরও পড়ুন-মধ্যপ্রদেশে গ্রামে কুমির উদ্ধারকাজে আহত ২

আজ ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস উপলক্ষে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ”এই পুলিশ দিবসে, আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ়ভাবে কর্তব্যরত বীরদের সম্মান জানাই। আপনাদের সাহস, ত্যাগ এবং নিষ্ঠা আমাদের প্রতিদিনের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করছে।”

প্রসঙ্গত, ১ সেপ্টেম্বর ২০২০ থেকেই কলকাতা এবং রাজ্য পুলিশের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

Latest article