জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে শালবনি আসতে পারেন মুখ্যমন্ত্রী, চলছে প্রস্তুতি

তবে দলীয় সূত্রে এটাই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন, এই খবর পৌঁছেছে শালবনির জিন্দল কারখানাতেও।

Must read

সংবাদদাতা, শালবনি : শালবনিতে জিন্দলদের সিমেন্ট কারখানা গড়ার পরও ওঠার পরও বিপুল জমি পড়ে আছে। সেই জমিতেই দুটি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়বেন এই ঘোষণা ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে করেন সজ্জন জিন্দল। এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সবকিছু ঠিকঠাক থাকলে ২১ এপ্রিল তাঁর শালবনিতে আসার সম্ভাবনা।

আরও পড়ুন-ভাষা ঐক্যের সেতুবন্ধন করে, বিভাজনের নয়

২২ এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে। যদিও বিষয়টি জেলা পুলিশ প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করা হয়নি। তবে দলীয় সূত্রে এটাই জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন, এই খবর পৌঁছেছে শালবনির জিন্দল কারখানাতেও। ওই কারখানার এক আধিকারিক জানান, ‘২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’ বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভেতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। সেইমতো সকলে প্রস্তুতও হচ্ছেন।

Latest article