প্রতিবেদন: নতুন বছরের প্রাক্কালে নতুন নাটক মণিপুরের গেরুয়া মুখ্যমন্ত্রীর। আরও ভাল করে বললে, বিজেপির শীর্ষ নেতৃত্বের পরামর্শে নিখুঁত অভিনয় করলেন ফেলে আসা বছরের সম্ভবত সবচেয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী। নিজের দলের বিধায়করাই যাঁর সীমাহীন অপদার্থতায় প্রবল ক্ষুব্ধ। বিক্ষুব্ধরা মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করে চিঠিও লিখেছেন বিজেপির শীর্ষনেতৃত্বের কাছে। এবারে লজ্জাঘেন্নার মাথা খেয়ে মঙ্গলবার ইম্ফলে রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে ক্ষমা চাইলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
আরও পড়ুন-জানুয়ারি থেকে মহাপ্রভু দর্শনের নয়া বিধি পুরীর মন্দিরে
তাঁর কৃতকর্মের জন্য। দুঃখপ্রকাশ করলেন জাতিদাঙ্গা সামাল দিতে তাঁর ব্যর্থতার জন্য। বললেন, ২০২৩ এর ৩ মে থেকে এখনও পর্যন্ত যা ঘটে চলেছে মণিপুরে তা সত্যিই দুর্ভাগ্যজনক। আমি সত্যিই দুঃখিত। বহু মানুষ হারিয়েছেন তাঁদের প্রিয়জনদের। অনেকে বাধ্য হয়েছেন ঘর ছাড়তে। আমি ক্ষমাপ্রার্থী। হাজারো সমালোচনার মুখেও কিন্তু মুখ্যমন্ত্রীর পদ আঁকড়েই থাকলেন তিনি। কিন্তু তাঁর এই নাটকের নেপথ্যে যে বিজেপির কোনও বিশেষ অঙ্ক কাজ করছে, তা নিয়ে কোনও সন্দেহই নেই। সবচেয়ে রহস্যজনক বিষয়, গেরুয়া মুখ্যমন্ত্রীর আশা, মণিপুরে শান্তির পরিবেশ ফিরে আসবে সামনের ৩-৪ মাসের মধ্যেই। কীসের ভিত্তিতে তাঁর এমন আশা?
আরও পড়ুন-তৃণমূল ২৮, উচ্ছ্বাসের মাঝে বাংলা জুড়ে আজ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দেড় বছরেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ মণিপুর৷ জাতিদাঙ্গায় প্রাণ গিয়েছে বহু নিরীহ মানুষের৷ মৃতের সংখ্যা অন্তত ২০০। দফায় দফায় সংঘর্ষ হয়েছে কুকি আর মেইতেই জনগোষ্ঠীর মধ্যে। অতিসম্প্রতি বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে কুকি এবং নাগাদের মধ্যে সংঘর্ষ। অজস্র সমালোচনার মুখেও অদ্ভুতভাবে নীরব প্রধানমন্ত্রী মোদি। একবারও মণিপুর পরিদর্শনের প্রয়োজন মনে করেননি তিনি। সরাননি মুখ্যমন্ত্রীকেও। এই পরিস্থিতিতে এন বীরেন সিংয়ের কেন এমন অকপট স্বীকারোক্তি, সেটাই গবেষণার বিষয় রাজনীতির বিশেষজ্ঞদের। মণিপুরের মুখ্যমন্ত্রীর এদিনের অবস্থানকে নিশানা করেছে বিরোধী শিবির৷ তাদের দাবি, গোটা বছর ধরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারার সব দায় মুখ্যমন্ত্রীর৷ এই দায় মাথায় নিয়ে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত৷
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…