বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত-আহতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর, দিলেন তদন্তের নির্দেশ

Must read

কলকাতা মেছুয়া বাজারের (Burrabazar Fire) ফলপট্টির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বড়বাজার (Burrabazar Fire) এলাকার একটি বেসরকারি হোটেল (ঋতুরাজ) -এ দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৯৯ জনকে সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস এবং পুলিশের প্রচেষ্টার প্রশংসা করছি। স্থানীয়দের সহযোগিতা এবং উদ্ধার অভিযানে সাহায্যের জন্যও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রাথমিকভাবে আমাকে জানানো হয়েছে যে, যারা মারা গিয়েছেন তারা শ্বাসরোধ/লাফিয়ে পড়া ইত্যাদি কারণে তাদের মৃত্যু হয়েছে। তদন্ত চলছে। রাজ্য সরকার নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে, আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।”

আরও জানিয়েছেন, “বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেলে (ঋতুরাজ) অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি সমব্যথী। আমি সারা রাত ধরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান পর্যবেক্ষণ করেছি এবং এলাকায় সর্বাধিক দমকল বাহিনীকে মোতায়েন করেছি। ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে শেষ পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন।তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” সবশেষে মৃত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতার বড়বাজার এলাকার বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাযর খবর পাওয়া মাত্রই দিঘা থেকে অনবরত ফোনে যোগাযোগ রেখেছেন মেয়র এবং পুলিশ কমিশনারের সঙ্গে। ইতিমধ্যে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে, যাঁদের মধ্যে দুই নাবালক এবং মহিলাও রয়েছেন। এই ঘটনায় কলকাতা পুলিশ ও পুরসভাকে তদন্তের নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সৈকত নগরী দিঘায় জগন্নাথধাম উদ্বোধনের জন্য সোমবার থেকেই সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনায় সিট গঠন করা হয়েছে এবং ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক দল। মেয়র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। স্থানীয়রা অনেকেই বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুন- দেশের গৌরব দিঘার জগন্নাথধাম, মহাযজ্ঞ সেরে বললেন মুখ্যমন্ত্রী

Latest article