নন্দীগ্রাম দিবসে শহিদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর, শ্রদ্ধার্ঘ্য অভিষেকেরও

Must read

আজ নন্দীগ্রাম দিবসে (Nandigram Diwas)। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে, নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অভিষেক লেখেন, ভুলছি না, ভুলব না। শরীর কি ওটা? শহিদ বিডির সামনে নতমস্তকে নিজের ছবি পোস্ট করে তিনি বিশ্বের সকল শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন-নদিয়ায় এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

নন্দীগ্রাম (Nandigram Diwas) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের খুব কাছের। ২০০৭ সালে নন্দীগ্রামের বুকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা আজও ভুলতে পারেননি তিনি। নন্দীগ্রামে ভূমিউচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতৃত্বে জমি রক্ষার আন্দোলন চলছিল। ২০০৭ সালের ১৪ মার্চ সেই আন্দোলন রুখতে পুলিশি অভিযান চালায় তৎকালীন বামফ্রন্ট সরকার। সেদিন পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়। তারপর থেকেই শহিদদের স্মরণে প্রতি বছর ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস পালন করে তৃণমূল। রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালন করা হয়। নন্দীগ্রামে শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ থেকে শুরু করে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়।

Latest article